ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

২০২৫ নভেম্বর ২৬ ১৮:৩৮:১৯
কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি কাপড়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরও ৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার সূত্রপাত ও নিয়ন্ত্রণ

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের প্রতিবেদনে জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

মদন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর সময় ছানা মিয়া নামে একজন আহত হন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের প্রায় ১১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদিলুজ্জামান জানান, মার্কেটটিতে প্রায় ছয় শতাধিক দোকানপাট রয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৮ কোটি টাকা হিসেবে ধার্য করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আগুন লাগার কারণ

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জমিয়ত আলী বলেন, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রভাবিত দোকানসমূহ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রধান দোকানগুলোর মধ্যে রয়েছে:

তাপস বস্ত্রালয়

তাকিয়া বস্ত্রালয়

পোশাক শ্রী

রাজলক্ষ্মী বস্ত্রালয়

মধুয়াখালী বস্ত্রালয়

সাইফুল বস্ত্রালয়

বিশ্বাস বস্ত্রালয়

মনেরেখ বস্ত্রালয়

মনোমোহন বস্ত্রালয়

এছাড়া আরও ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনের কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে