ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি

২০২৫ নভেম্বর ২৬ ১৬:৫৭:২৯
একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

তিন পদে মোট ৮২৬ বিচারকের পদোন্নতি ও পদায়ন

প্রজ্ঞাপন অনুযায়ী—

অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ: ২৫০ জন

যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ: ২৯৪ জন

সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ: ২৮২ জন

মোট ৮২৬ বিচারকের পদোন্নতি ও পদায়ন সম্পন্ন হয়েছে।দায়িত্ব হস্তান্তর ও যোগদান নির্দেশনা

প্রজ্ঞাপনে বলা হয়েছে—বদলি হওয়া কর্মকর্তারা ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন।নতুন কর্মস্থলে ১ ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে।

এ ছাড়া প্রশিক্ষণে, মাতৃত্বকালীন ছুটিতে বা বিদেশে (বহিঃবাংলাদেশ ছুটি) থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে—ছুটি বা প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে হবে,এরপর অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদান করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে