ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

জানা গেলো ইমরান খানের মৃত্যুর সত্যতা 

২০২৫ নভেম্বর ২৬ ১৬:৪২:২৬
জানা গেলো ইমরান খানের মৃত্যুর সত্যতা 

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে পরিবারের কেউ দেখা করতে পারছেন না। কারাগারের ভেতরে তার শারীরিক অবস্থা কেমন—এ নিয়েও কর্তৃপক্ষ কোনো তথ্য দিচ্ছে না। এই অ¯পষ্টতার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাকে হত্যা করা হয়েছে—এমন গুজব। ভারতীয় ও আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া পেজ এ গুজবকে আরও উসকে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুজব ছড়িয়ে পড়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়। ইমরান খানের তিন বোন—নরিন খান, আলিমা খান ও উজমা খান—ভাইয়ের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভে অংশ নিলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা চালায় বলে অভিযোগ ওঠে। পিটিআই এই ঘটনাকে ন্যক্কারজনক দাবি করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

পাঞ্জাব পুলিশের আইজিপির কাছে পাঠানো এক চিঠিতে নরিন খান অভিযোগ করেন,“আমরা শান্তিপূর্ণভাবে বসে ভাইয়ের শারীরিক অবস্থা জানার চেষ্টা করছিলাম। হঠাৎ স্ট্রিটলাইট বন্ধ করে আমাদের ওপর নির্মম হামলা চালানো হয়। আমাকে চুল ধরে টেনে ফেলে রাস্তায় টেনে নেওয়া হয়েছে।”

তিনি বলেন, সেখানে উপস্থিত অন্যান্য নারী সমর্থকদেরও মারধর করা হয়।

পিটিআইয়ের দাবি, ইমরান খানকে প্রায় সম্পূর্ণ একাকী অবস্থায় রাখা হয়েছে।পরিবারের সদস্যরা,আইনজীবী,দলীয় নেতারা—কেউই তার সঙ্গে দেখা করতে পারছেন না, বা অনুমতি অত্যন্ত সীমিত।

পিটিআইয়ের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন,“জেলে কোনো নিয়ম নেই। সবকিছু চলছে ক্ষমতাসীনদের ইচ্ছামতো।”

এমনকি খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়েল আফ্রিদির সাত বার চেষ্টা সত্ত্বেও তাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের অভিযোগ, জেল ব্যবস্থাপনা একজন সামরিক কর্মকর্তার নিয়ন্ত্রণে চলছে।

ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন বিভিন্ন মামলার কারণে। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে দল ও সমর্থকদের উদ্বেগ বাড়ছে। তবে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষ এখনো কোনো স্বাস্থ্যোবস্থা–সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে