ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

উত্থানের পর ফের শেয়ারবাজারে মন্দার ছায়া

২০২৫ নভেম্বর ২৬ ১৫:৪৭:০৯
উত্থানের পর ফের শেয়ারবাজারে মন্দার ছায়া

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক পতন কাটিয়ে উত্থানে ফিরেছিল শেয়ারবাজার। কিন্তু সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার থেকে বাজারে ফের মন্দাভাব ভর করে। সেই ধারাবাহিকতায় আজও বুধবারও (২৬ নভেম্বর) মন্দা পরিস্থিতি অব্যাহ থাকে। আজ সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৪৬ পয়েন্ট এবং সোমবার বেড়েছিল ১০৯ পয়েন্ট। বিপরীতে মঙ্গলবার ডিএসইর সূচক কমেছে সাড়ে ৬ পয়েন্ট এবং আজ কমেছে সাড়ে ৮ পয়েন্ট। দুই দিনে ডিএসইর সূচক কমেছে ১৫ পয়েন্ট। তবে বিনিয়োগকারীরা আশা করছেন, আগামীকাল বাজার হয়তো ফের ঘুরে দাঁড়াবে।

বুধবারের বাজার পর্যালোচনা

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯.৮০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫০.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৬.৫০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৭৪টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০৮ কোটি ৫১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৫.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৪.২৯ পয়েন্ট বেড়েছিল।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে