ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চমকপ্রদ চিঠি

২০২৫ নভেম্বর ১৭ ১৮:২২:৪৯
হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চমকপ্রদ চিঠি

নিজস্ব প্রতিবেদক: জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরই ভারতে অবস্থানরত এই দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় প্রদান অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা।”

বাংলাদেশ আরও বলেছে—ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুইজনকে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য পালনীয় দায়িত্ব।

বিবিসি জানিয়েছে—এর আগেও ঢাকা সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। চিঠিও পাঠানো হয়েছে।তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া আসেনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান—“আমরা তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর পাইনি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে