ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

২০২৫ নভেম্বর ১৭ ১৮:১৭:২১
শেখ হাসিনার রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানায় অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়,“মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়।”

সরকার জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে আরও জানায়—রায়কে ঘিরে কেউ যেন আবেগের বশে অরাজকতা, সহিংসতা বা আইনবিরোধী কর্মে না জড়ায়।সরকার কঠোরভাবে জানিয়েছে, আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

একই মামলায় দোষ স্বীকার করে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুপুর ১২টা ৪০ মিনিটে ৪৫৩ পৃষ্ঠার রায় পাঠ শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে