ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

৩২ নম্বরে আটক ২, আরও যা ঘটছে 

২০২৫ নভেম্বর ১৩ ১৪:০৩:৪৯
৩২ নম্বরে আটক ২, আরও যা ঘটছে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাদের নাম ধরা হয়েছে হাবিবুর রহমান ও নির্জন আমিন খান।

পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমানের ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং পাওয়া গেছে। অপর আটক নির্জন আমিনের বয়স আনুমানিক ১৪ বছর, তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার। তার ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশের কঠোর অবস্থান রয়েছে। ঢোকার পথে ব্যারিকেড বসানো হয়েছে এবং তল্লাশি করা হচ্ছে।

বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের কিছু নেতা-কর্মী সেখানে অবস্থান নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করেছেন। অনেকেই ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ জাতীয় স্লোগান দিচ্ছিলেন।

নিরাপত্তা জোরদারে ঢাকা মহানগরে ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন আছে। এর পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে