ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 

২০২৫ নভেম্বর ১৩ ১২:০৪:০১
মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে বক্তৃতা দিচ্ছেন এবং মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করছেন। এই বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে যে, নির্বাচনের পূর্ব মুহূর্তে মসজিদে রাজনৈতিক বক্তৃতা ও দোয়া চাওয়া কতটা শরীয়তসম্মত। শায়খ আহমাদুল্লাহ এই বিষয়ে তার মতামত তুলে ধরেছেন।

মসজিদে রাজনৈতিক আলোচনার শরীয়তসম্মত অবস্থান

শায়খ আহমাদুল্লাহর মতে, মসজিদের আদবের সাথে এই ধরনের কার্যকলাপ সঙ্গতিপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, মসজিদে নিছকই পার্থিব চাহিদা বা পার্থিব বিষয়কে উপস্থাপন করা ঠিক নয়, যার সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে।

নবী করিম (সা.) যেখানে ইনশাদুদ দাল্লাহ (হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার ঘোষণা) দিতেও নিষেধ করেছেন, সেখানে পার্থিব ও রাজনৈতিক প্রচারণা মসজিদের পবিত্রতার সাথে সাংঘর্ষিক। এমনকি কেউ যদি এমন ঘোষণা দেন, নবীজি (সা.) তার জন্য বদদোয়া করতে বলেছেন, যাতে সে তার জিনিস খুঁজে না পায়। এটি নির্দেশ করে যে, মসজিদকে পার্থিব স্বার্থে ব্যবহার করা অনুৎসাহিত করা হয়েছে।শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, যখন কোনো ব্যক্তি মসজিদে রাজনৈতিক প্রচারণায় লিপ্ত হবেন, তখন এটি তার পার্থিব একটি বিষয়। এমন কাজ অনুচিত ও নাজায়েজ হবে। সবচেয়ে বড় বিষয় হলো, এর মধ্য দিয়ে মসজিদের গাম্ভীর্য নষ্ট হয়। মসজিদ সবার জন্য সমানভাবে উন্মুক্ত একটি ইবাদতের জায়গা। সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয়, যা মসজিদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করে।

রাজনৈতিক দ্বন্দ্ব ও মসজিদের পবিত্রতা

মসজিদে রাজনৈতিক প্রচারণা গেলে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়। কারণ, কোন দলের মানুষ গেল, কোন দলের মানুষ গেল না, কে সুযোগ পেল, কে সুযোগ পেল না, সেখানে এ ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল করে। বিভিন্ন দলের মানুষ একত্রিত হয়ে কোন্দল বা হট্টগোল সৃষ্টি করতে পারে।

শায়খ আহমাদুল্লাহ জোর দিয়ে বলেন, এসব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না। এ বিষয়টি আমরা সবাই একটু বিশেষভাবে এড়িয়ে চলা উচিত এবং মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচার-প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত। মসজিদকে তার নিজস্ব পবিত্রতা ও ইবাদতের জায়গা হিসেবেই রাখা প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে