ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

গোপন ফ্ল্যাটে বোম ফারুক গ্রেফতার, উঠে এল নিক্সনের নাম!

২০২৫ নভেম্বর ১১ ২০:০৮:২৩
গোপন ফ্ল্যাটে বোম ফারুক গ্রেফতার, উঠে এল নিক্সনের নাম!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সফল করতে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ৫ লাখ টাকা দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।এ তথ্য এসেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন ওরফে ‘বোম ফারুক’–এর জিজ্ঞাসাবাদ থেকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল সাংবাদিকদের জানান,“ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনায় অর্থ লেনদেন হয়েছে। ফারুক হোসেন স্বীকার করেছেন, নিক্সন চৌধুরী তাকে ৫ লাখ টাকা দেন, যার মধ্যে ৪ লাখ টাকা তিনি অন্য একজনকে দিয়েছেন।”ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ঝিলটুলি এলাকার নুরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফারুক হোসেন ও যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়।ফারুকের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে — এর মধ্যে ৪টি ফরিদপুর কোতোয়ালি থানায়, ২টি সূত্রাপুর থানায়।

ফারুকের মোবাইল ফোন পর্যালোচনায় দেখা গেছে, তিনি ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং বিকাশের মাধ্যমে অর্থ পাঠাতেন।

পুলিশ জানিয়েছে, ফারুক হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

গত তিন দিনে ফরিদপুরে এ ঘটনায় ৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে কয়েকজন যুবলীগ নেতা রয়েছেন।

‘বোম ফারুক’ নামটি এসেছে ১৯৮১ সালের এক ঘটনার সূত্রে।তখন তিনি ইয়াসিন কলেজের ভিপি ছিলেন। ছাত্রদলের ওপর বোমা হামলার সময় বোমাটি তার হাতেই বিস্ফোরিত হয়ে একটি আঙুল উড়ে যায়। এরপর থেকেই তিনি “বোম ফারুক” নামে পরিচিত।

পুলিশের বক্তব্যে বলা তথ্যের বিষয়ে নিক্সন চৌধুরী বা তার ঘনিষ্ঠদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে