ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

এনসিপির কার্যালয়ে ককটেল নিক্ষেপকারী যুবক যে তথ্য দিলো

২০২৫ নভেম্বর ১১ ১১:০৪:৪০
এনসিপির কার্যালয়ে ককটেল নিক্ষেপকারী যুবক যে তথ্য দিলো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় এক যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করেছে স্থানীয় কয়েকজন তরুণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই যুবককে ঘিরে কয়েকজন তরুণ তাকে প্রশ্নবাণে জর্জরিত করছেন।

ভিডিওতে দেখা যায়, যুবকটি আতঙ্কিত অবস্থায় কাঁপতে কাঁপতে নিজের নাম ইউসুফ বলে জানান। তার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়। তিনি বলেন, “আমি গত পাঁচ-ছয় মাস ধরে কাজ করছি, আজই প্রথমবার এমন ঘটনার মধ্যে পড়েছি।”

জিজ্ঞাসাকারীরা তাকে জিজ্ঞেস করেন—কে বা কারা তাকে মারামারি বা ককটেল হামলায় অংশ নিতে বলেছে। তারা হুমকি দেয়, সত্য না বললে তার মোবাইল ভেঙে দেওয়া হবে ও শারীরিকভাবে ক্ষতি করা হবে।

ইউসুফ জানায়, তাকে এক বাইকচালক ব্যক্তি মারামারিতে অংশ নিতে বলেছিল। তবে ঠিক কে তাকে পাঠিয়েছে বা কেন ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা স্পষ্টভাবে বলতে পারেনি।

ভিডিওর শেষ দিকে দেখা যায়, উত্তেজিত তরুণরা ইউসুফকে দরজার দিকে ঠেলে দেয়, আর সে আতঙ্কে চিৎকার করে বারবার বলে—“আমি নির্দোষ!” পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা যাচাই এবং ককটেল নিক্ষেপের মূল কারণ জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে