ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ফার্মগেটের ভয়ঙ্কর দুর্ঘটনার পর আইরিন আক্তারের জীবনে সুখবর

২০২৫ নভেম্বর ০৫ ১৯:৩১:৪৭
ফার্মগেটের ভয়ঙ্কর দুর্ঘটনার পর আইরিন আক্তারের জীবনে সুখবর

নিজস্ব প্রতিবেদক: ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু হয়েছিল আবুল কালামের। দুই সন্তানকে নিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তার স্ত্রী আইরিন আক্তার। তবে এবার নতুন আশা জেগেছে—উপদেষ্টার ঘোষণা অনুযায়ী তিনি মেট্রোরেলে চাকরি পাবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আইরিনকে ১৬তম গ্রেডে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে তিনটি পদ বিবেচনা করা হচ্ছে:

টিকিট মেশিন অপারেটর

কম্পিউটার অপারেটর

কাস্টমার রিলেশন সহকারী

সব পদের মাসিক বেতন ৪০ হাজার টাকার বেশি।

আইরিনের স্নাতক ডিগ্রি এখনও সম্পন্ন হয়নি, তাই উচ্চমাধ্যমিক পাস সনদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রক্রিয়া শেষ হলে নভেম্বরের মধ্যেই নিয়োগপত্র হাতে পাবেন তিনি।

উল্লেখ্য, ২৬ অক্টোবর ফার্মগেট স্টেশনের পশ্চিম প্রান্তে মেট্রোরেলের একটি পিলার থেকে হঠাৎ নিচে পড়ে আবুল কালামের মৃত্যু হয়। ঘটনার পর সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মৃতদেহের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা এবং আইরিনের জন্য চাকরির আশ্বাস দেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ জানান, আইরিনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে অনার্স সম্পন্ন করলে পদোন্নতির সুযোগ থাকবে।

সরকার এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক ও রেলপথ মন্ত্রণালয়) প্রকৌশলী শেখ মইনউদ্দিন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে