ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

সেনানিবাসে ফেরার প্রত্যাশা সেনাবাহিনীর

২০২৫ নভেম্বর ০৫ ১৮:১২:৩২
সেনানিবাসে ফেরার প্রত্যাশা সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন,“দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও সুসংহত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।”

তিনি আরও জানান, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে, সেনাবাহিনী সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে।

“আমাদের প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে সীমিত আকারে চলছে। এর মধ্যেই আমরা নির্বাচনের সময় কীভাবে দায়িত্ব পালন করব, তা ফোকাসে রেখে প্রশিক্ষণ পরিচালনা করছি,” — বলেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন,“শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি— ‘We train as we fight’।”

গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে রয়েছে উল্লেখ করে তিনি বলেন,“এটা সহজ পরিস্থিতি ছিল না। গত ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছে। এই সময়ের অভিজ্ঞতা আমাদের পেশাদারিত্ব আরও বৃদ্ধি করেছে।”

তিনি আরও যোগ করেন,“যদি নির্বাচন পর্যন্ত বা তার পর কিছুদিন বাইরে থাকতে হয়, তাহলে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা বিঘ্নিত হবে। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেনানিবাসে ফিরে যেতে পারি।”

সেনাবাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।তিনি বলেন,“দেশের পরিস্থিতি যেমনই হোক, সেনাবাহিনী সর্বদা দেশের প্রতি অনুগত ও দায়িত্বশীল থেকে কাজ করে যাচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে