ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রবাসী ও জেলখানার ভোটারদের নিয়ে বড় সিদ্ধান্ত সিইসির

২০২৫ নভেম্বর ০৩ ১৫:২৫:৪৪
প্রবাসী ও জেলখানার ভোটারদের নিয়ে বড় সিদ্ধান্ত সিইসির

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার প্রবাসী ও কারাবন্দি আসামিরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)-এ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি জানান,“নির্বাচনে এবার প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তারা এবার ভোট দিতে পারবেন। এজন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ব্যালট তাদের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে।”

সিইসি বলেন,“আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও দেশের নাগরিক। তারাও এবার ভোট দিতে পারবেন। একইভাবে প্রবাসীরাও এবার ভোটের সুযোগ পাবেন।”

তিনি আরও যোগ করেন,“ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, সেটি নির্ভর করছে এই নির্বাচনের ওপর। আমি এই দায়িত্বকে শুধু চাকরি হিসেবে নয়, একটি মিশন ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক করে সিইসি বলেন,“কিছু দেখলেই যাচাই না করে শেয়ার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমরা এআই অপব্যবহার রোধে একটি বিশেষ সেল গঠন করেছি। সেখানে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা যাবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে