ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ না ছাড়ার নেপথ্যে

২০২৫ নভেম্বর ০১ ১৫:৩৫:০৫
সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ না ছাড়ার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের দরজা পর্যটকের জন্য খুলেছে। তবে শনিবার (১ নভেম্বর) যাত্রার প্রথম দিনে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে ছয়টি জাহাজ প্রস্তুত থাকলেও একটিও ছাড়েনি।

সরকারি সিদ্ধান্তে সীমিত আকারে দ্বীপে পর্যটক ভ্রমণ শুরু হলেও প্রথম দিনে পর্যটকশূন্যতা দেখা দিয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম জানিয়েছেন, কক্সবাজার পর্যটক-বিহীন অবস্থায় ছিল, কারণ সেন্টমার্টিন ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ঢাকার নারায়ণগঞ্জ থেকে সপরিবারে আসা পর্যটক তাজুল ইসলাম বলেন, “সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রমণ করতে হবে, রাতে থাকতে পারবেন না। তাই ঝক্কি-ঝামেলা এড়াতে আমরা কক্সবাজার ঘুরেই ফিরে যাচ্ছি।”

নতুন ভ্রমণ নির্দেশনা

নভেম্বর মাসে কেবল দিনে দ্বীপে ভ্রমণ অনুমোদিত।

ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত রাতযাপন সম্ভব।

ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক প্রবেশ পুরোপুরি বন্ধ।

প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবপোর্টালে অনলাইনে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক।

পরিবেশ সংরক্ষণে কঠোর বিধিনিষেধ

সৈকতে আলো জ্বালানো, উচ্চশব্দে গান, বারবিকিউ, মোটরচালিত যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

কেয়াবন, কেয়া ফল, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল বা শামুক-ঝিনুক সংগ্রহ করা কঠোর অপরাধ।

পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ; পর্যটকরা নিজেদের পানির ফ্লাস্ক বহন করতে উৎসাহিত।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন জানান, “আগের নিয়ম অনুযায়ী নুনিয়ারছড়া ঘাট থেকেই জাহাজ চলবে।” সামাজিক মাধ্যমে ইনানী রুটের গুজব ছড়ালেও সরকার কোনো অনুমতি দেয়নি।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ছয়টি জাহাজ প্রস্তুত আছে, এবং একটি যৌথ কমিটি পর্যটক ও পরিবেশগত বিধিনিষেধ তদারকি করছে।

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ মালিক সংগঠন (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, “পর্যটকের সংখ্যা খুবই নগণ্য, মাত্র ৪০–৫০ জন। এত কম সংখ্যার সঙ্গে জাহাজ চলানো সম্ভব নয়।”

স্থানীয় বাসিন্দা হোটেল মালিক আবদুল মালেক বলেন, “বিকেল ৪টায় জাহাজে ওঠার তাড়া থাকে। এভাবে ভ্রমণ সঠিকভাবে করা যায় না।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, “সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে কিছুদিন ভ্রমণ বন্ধ রাখতে হয়েছিল। এখন দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।”

পরিবেশবিদদের মতে, এই নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম অনন্য প্রবালদ্বীপ সেন্টমার্টিন তার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অনেকাংশে ফিরে পাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে