ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

সরকারি কর্মকর্তাদের উপর সরকারের নিষেধাজ্ঞা 

২০২৫ নভেম্বর ০১ ১৫:০৭:৪৮
সরকারি কর্মকর্তাদের উপর সরকারের নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের ‘একান্ত প্রয়োজন’ ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সম্প্রতি সরকারের সব সচিবের কাছে পাঠানো এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়েছে। এতে বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের চিঠির কথা উল্লেখ করা হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টাদের একান্ত সচিবদেরও পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, আগের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে এখনো অনেক কর্মকর্তা বিদেশ সফরে যাচ্ছেন। কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ যাচ্ছেন। এসব প্রস্তাব নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্বের নির্দেশনার পরিপন্থী।

সরকারি কর্মকর্তাদের আগের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে পরিপত্রে বলা হয়েছে—“এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার অনুরোধ করা হলো।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে