ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

রাতে হঠাৎ করেই ভেসে আসে নারীর গোঙানির আওয়াজ

২০২৫ অক্টোবর ৩১ ০৯:০১:৫৬
রাতে হঠাৎ করেই ভেসে আসে নারীর গোঙানির আওয়াজ

নিজস্ব প্রতিবেদক: রাতে নির্জন ধানক্ষেতে পড়ে থাকা এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে, যিনি গত দুই বছর ধরে মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিচ্ছিলেন। ঘটনাটি ঘটে ২৮শে অক্টোবর রাতে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে।

রাত আনুমানিক সাড়ে এগারোটা, চারদিক নিস্তব্ধ। হঠাৎ করে ভেসে আসে এক নারীর গোঙানির আওয়াজ। এলাকার কিছু যুবক টর্চের আলো হাতে নিয়ে শব্দের উৎসের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা সম্পূর্ণ অসহায় অবস্থায় ধানক্ষেতে পড়ে আছেন। পরনে ছেঁড়া শাড়ি, শরীরে লেগে আছে কাদা। বোঝা যাচ্ছিল, কেউ ইচ্ছাকৃতভাবে তাকে এমন নির্জন মাঠে ফেলে গেছে।

উদ্ধারকারী যুবক বলেন, ওইখানে সাপের ভয়ে মানুষ দিনের বেলায়ও যায় না, আর ওই জায়গায় তাকে ফেলে রাখা হয়েছিল। পাশে গরুর ঘাস চাষ করার একটি ইয়ের ভিতরে তাকে রাখা হয়েছিল। পরে উদ্ধারকারী যুবকেরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, এবং তার শারীরিক অবস্থা বেশি ভালো ছিল না। যেহেতু তিনি কথা বলতে পারছিলেন না, তার ঠিকানা, নাম-ঠিকানা কিছুই তিনি বলতে পারছিলেন না। তবে এখন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

তদন্তে জানা যায়, ওই বৃদ্ধার নাম শাহানারা বেগম। তিনি গজারিয়া ইউনিয়নের নরসিংহাচর গ্রামের মৃত তমিজুদ্দিনের স্ত্রী। প্রায় ১৫ বছর আগে স্বামী মারা গেলে দুই ছেলে আর দুই মেয়েকে নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়ায় সন্তানদের কাছে তিনি যেন বোঝা হয়ে যান। এমনকি ছেলেরাও তাকে রাখতে চান না তাদের সাথে। তাই বাধ্য হয়ে গত দুই বছর ধরে মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নেন এই বৃদ্ধা। কিন্তু সেখানেও জোটেনি যত্ন। শেষমেশ স্বজনেরাই নাকি রাতের আঁধারে তাকে ফেলে যায় ধানক্ষেতে।

এক ছেলে বলেন, তার কোন সম্পদ নেই বলে তার ছেলে-মেয়েরা তাকে কোন ভরণপোষণ করে না বা টেক কেয়ার করে না। তারা বলেন, আমার মা কি আছে এখন? কি কারণে কি করব? বরং তাদের সন্তানরা তাদের নিয়ে আলাদা থাকে, মায়ের কোন খোঁজখবর নেয় না।

অন্যদিকে, শাহানারা বেগমের সন্তানরা বলছেন, তাদের মা নাকি মানসিকভাবে অসুস্থ। মাঝে মধ্যেই ঘর থেকে বের হয়ে যান একা একা। এবারও হয়তো এমনটিই হয়েছে। তার মেয়ে বলছেন, সে কাউকে না বলে ঘর থেকে একাই বেরিয়ে চলে গিয়েছিল, তাকে কালকে সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছিল না।

পুলিশ কর্মকর্তা মনির হোসেন বলেন, এর মধ্যে অনেকেই বলেছে, তার ছেলেরা তাকে ওখানে ফেলে গেছে বা অবহেলা আছে। আসলে বিষয়টি অবহেলা আছে কিনা, আমরা খতিয়ে দেখব। আপাতত তার মেয়ে তাকে পুলিশি হেফাজত থেকে নিয়ে যাচ্ছেন এবং তাকে পুনরায় যত্ন সহকারে ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

যদিও পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবুও স্থানীয়দের দাবি, এই নির্মম ঘটনার পেছনে জড়িত বৃদ্ধার ছেলে এবং মেয়ের জামাই নিজেই।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে