ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

জানা গেলো পে স্কেল ঘোষণার সময় 

২০২৫ অক্টোবর ৩০ ১০:৪০:০২
জানা গেলো পে স্কেল ঘোষণার সময় 

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে জাতীয় পে কমিশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ হচ্ছে এই মতবিনিময় পর্ব।

কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রায় ৩০০ সংগঠনকে আলোচনার জন্য ডাকা হয়। অনলাইনে মতামত গ্রহণ শেষে এখন সরাসরি মতবিনিময় চলছে, যা আজই (বৃহস্পতিবার) শেষ হবে।

সূত্র জানিয়েছে, মতবিনিময় শেষে প্রাপ্ত সব মতামত বিশ্লেষণ করে কমিশন চূড়ান্ত সুপারিশের খসড়া তৈরি করবে। সদস্যদের সম্মতিতে তা চূড়ান্ত করে সরকারে জমা দেওয়া হবে।

জাতীয় বেতন কমিশন গঠন করা হয় গত ২৭ জুলাই। কমিশনকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে, যা আগামী ডিসেম্বরে জমা দেওয়ার কথা রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কার্যকর হতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে ২০২৬ সালের জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে, তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরেই বাজেট সংশোধনের কাজ শুরু হবে।

তিনি বলেন, “পে কমিশনের গেজেট প্রকাশের ওপর বাস্তবায়ন নির্ভর করছে। তবে আগামী বছরের শুরুতেই এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে