ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

২০২৫ অক্টোবর ২৮ ১০:১৪:৪১
চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে চাচির বাড়িতে অবস্থান নেওয়ার পর অবশেষে সেই চাচিকেই বিয়ে করেছেন ভাতিজা আব্দুল আজিজ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই শেয়ার করে নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে আজিজ লেখেন, তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এর আগে, গত ১৮ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় চাচি রুবিনা খাতুন (২৫) বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের (২০) বাড়িতে অবস্থান নেন। রুবিনা ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। আব্দুল আজিজ মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই, ওসমান গণি মোল্লার ছেলে।

ঘটনার তৃতীয় দিন—অর্থাৎ ২১ অক্টোবর—রুবিনাকে তালাক দেন তার স্বামী মাইদুল ইসলাম।

আজিজের ফেসবুক পোস্ট অনুযায়ী, তিনি ৪টি ছবি শেয়ার করেছেন—এর মধ্যে একটিতে দেখা যায় চাচি রুবিনার সঙ্গে সেলফি, একটিতে কোর্ট ম্যারেজের এফিডেভিট, এবং বাকি দুটি ছবিতে রয়েছে তাদের কাবিননামার কপি। পোস্টের তথ্যানুযায়ী, গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

আজিজের ওই পোস্টে এখন পর্যন্ত ৩৭১টি রিঅ্যাকশন, ৪১টি শেয়ার এবং অসংখ্য মন্তব্য এসেছে। অনেকেই বিস্ময়, সমালোচনা ও কৌতূহল প্রকাশ করেছেন এই অস্বাভাবিক সম্পর্কের বিষয়ে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে