ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘সেফ এক্সিট’ নিয়ে মুখোমুখি দুই উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০৯ ০৮:০৩:০১
‘সেফ এক্সিট’ নিয়ে মুখোমুখি দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে, তারাই এখন অন্যদের জন্য ‘সেফ এক্সিট’ তালিকা তৈরি করছেন।

বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন:“যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। যারা ৫ আগস্ট পালিয়েছিল, তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে, মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট, খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যু কামনা করি।”

একই দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন:“এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কারভাবে জানাতে হবে, কারা ‘সেফ এক্সিট’ নিতে চান।”

তিনি আরও বলেন, সরকার একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কোন দল নির্বাচনে অংশ নেবে কিনা, তা আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন:“অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন। কেউ কেউ নিজেদের আখের গুছিয়েছেন, আবার কেউ গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

তিনি আরও জানান, সময় হলে এদের নাম উন্মুক্ত করা হবে। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাটা ছিল ভুল সিদ্ধান্ত, এবং ভবিষ্যতে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করাই হবে মূল লক্ষ্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে