ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

“আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?”

২০২৫ অক্টোবর ০৬ ১৭:৫৪:৩০
“আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?”

নিজস্ব প্রতিবেদক : জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে প্রশ্ন করেন, “আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?”

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে সোমবার (৬ অক্টোবর) তাকে হাজির করা হয়। গত বছর শাহবাগ থানায় ঝুট ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ড চেয়েছেন। অন্যদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, “দীপু মনি ওই সময়ের ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন এবং তিনি জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে সরাসরি হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন।” তিনি বলেন, “হাসপাতালে নেওয়ার কথা বলে আদালত চত্বরে আনা হয়েছে, কিন্তু এখন ১০ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে।”

অন্যদিকে, দীপু মনির আইনজীবী বলেন, “দীপু মনি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তার কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে হয়রানির উদ্দেশ্যে এসব মামলায় জড়ানো হয়েছে।” তিনি আরও বলেন, “আগেও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাই নতুন রিমান্ডের প্রয়োজন নেই।”

শুনানির সময় দীপু মনি আদালতের অনুমতি নিয়ে বলেন, “আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। কারাগারে চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেই। আমাদের সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চারবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন। আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?”

এ মন্তব্যের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “দীপু মনির গলার আওয়াজ দেখায় তিনি সুস্থই আছেন।”

সবশেষে আদালত সাবেক মন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পর তিনি আদালতে আইনজীবীর সঙ্গে কথা বলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে