ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শেখ হাসিনা প্রসঙ্গে চমকে দিলেন বিক্রম মিশ্রি!

২০২৫ অক্টোবর ০৬ ১৭:২৭:০০
শেখ হাসিনা প্রসঙ্গে চমকে দিলেন বিক্রম মিশ্রি!

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ‘এটি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া’, যেখানে উভয় দেশের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন,“আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত।”তবে তিনি মনে করেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে আরও কিছু বলা গঠনমূলক হবে না।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সঙ্গে এক ঘণ্টার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিক্যাবের ২৩ সদস্যের প্রতিনিধি দল ভারত সরকারের আমন্ত্রণে সেখানে সফর করছে। সভায় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব বি. শ্যাম, ডিক্যাব সভাপতি এ কে এম মইনউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।

বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন,“ভারত একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করে। জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

শেখ হাসিনাকে পুনর্বহাল করার জন্য ভারত কোনো উদ্যোগ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন:“আমরা কেবল আগাম নির্বাচনের পক্ষে। সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। ভারত হস্তক্ষেপ করবে না।”

পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশের নির্বাচন বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।তিনি বলেন:“বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি দিয়েছে। ভারত এতে উৎসাহিত।”

তিনি আরও বলেন:“নির্বাচন কেমন হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এটি শুধু অভ্যন্তরীণ বৈধতার নয়, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয়ও।”

বিক্রম মিশ্রি বলেন,“বাংলাদেশের শান্তি, অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভারত দৃঢ়ভাবে অংশীদার। এ বিষয়গুলো আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত।”

তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ যেমন সীমান্ত ব্যবস্থাপনা ও পানিবণ্টন ইস্যু উল্লেখ করেন। তবে বাংলাদেশ ও অন্য তৃতীয় দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে তিনি বিরত থাকেন।

“উভয় পক্ষেরই উচিত এমন পরিবেশ তৈরি করা, যাতে ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই সম্পর্ক গড়ে ওঠে,”— বলেন বিক্রম মিশ্রি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে