ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

কসোভোর রাষ্ট্রদূতের হঠাৎ সাক্ষাৎ নিয়ে চাঞ্চল্য!

২০২৫ অক্টোবর ০৬ ১৩:৩৭:৪৪
কসোভোর রাষ্ট্রদূতের হঠাৎ সাক্ষাৎ নিয়ে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ ও কসোভোর মধ্যকার সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—মিয়া গোলাম পরওয়ার — সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য,অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের — সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে