ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য ইসির বড় চমক

২০২৫ অক্টোবর ০৬ ১২:০২:৫৫
সরকারি চাকরিজীবীদের জন্য ইসির বড় চমক

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক সংলাপে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন,“ভোটের দায়িত্বে যারা থাকেন—চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও হাজতিরা—তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই আমরা। এটি আইনে আগে থেকেই ছিল, এবার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি।”

তিনি বলেন,“আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই। সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।”

সিইসি আরও বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।

“মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবেলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সিইসি জানান,২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে।৪৩ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।নারী-পুরুষ ভোটারের বৈষম্য ৩০ লাখ থেকে কমে ১৮ লাখ হয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর পরিকল্পনার কথাও জানান সিইসি। বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এটি বাস্তবায়ন করা হবে।

ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় এই সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করে ইসি। ইতোমধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেছে তারা। ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ হবে। এরপর বসবে জুলাই আন্দোলনের যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে