ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
Sharenews24

২৩৭ কোটি টাকা ‘সাদা’ করতে ১ কোটি টাকার ঘুষ!

২০২৫ অক্টোবর ০৬ ১১:৪৫:২৩
২৩৭ কোটি টাকা ‘সাদা’ করতে ১ কোটি টাকার ঘুষ!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আওতাধীন কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ চুক্তির মাধ্যমে কর ফাঁকির অভিযোগে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের তথ্য অনুযায়ী, এসএ গ্রুপ ও এসএ পরিবহনের মালিক সালাহ উদ্দিন আহমেদ, তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকারের মাধ্যমে জান্নাতুল মিতুর সঙ্গে ১ কোটি টাকার ঘুষ চুক্তি করেন। এরই অংশ হিসেবে ৩৮ লাখ টাকা ঘুষ প্রদান করা হয়। বিনিময়ে মিতু ১২টি কর বর্ষের আয়কর রিটার্নসহ স্পর্শকাতর নথি অবৈধভাবে হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, সালাহ উদ্দিন আহমেদের ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার করযোগ্য আয় করমুক্ত ‘সেবা খাতে’ দেখিয়ে, করফাঁকি দেওয়া হয়। যদিও তিনি বিভিন্ন আদালতে আপিল করেও নিজের পক্ষে রায় পাননি। পরে আইনজীবী ওবায়দুল হক সরকার কর সার্কেল কর্মকর্তার সঙ্গে চুক্তি করে ফাইল নিজের চেম্বারে নিয়ে পুরনো রিটার্ন জালিয়াতি করেন।

গত ৫ অক্টোবর কর অঞ্চল-৫-এ অভিযান চালিয়ে ঘুষের প্রমাণসহ রেকর্ড জব্দ করে দুদক। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় তারা বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, জান্নাতুল মিতুকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি করদাতা সালাহ উদ্দিন আহমেদ ও আইনজীবী ওবায়দুল হক সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে