ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন নিয়ে আইনি নোটিশ

২০২৫ অক্টোবর ০৫ ১৮:১৮:৪৩
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন নিয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিনের প্রথা এবং রাষ্ট্রীয় প্রোটোকলের অপরিহার্য অংশ।

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির উপর অগ্রাধিকারপ্রাপ্ত হবেন।’ তাই রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানের পরিপন্থী, রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনমূলক এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদার অবমাননা হিসেবে বিবেচিত হবে। এই পদক্ষেপের ফলে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে গণ্য হবেন।

আইনি নোটিশে দাবি জানানো হয়েছে, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির পাশে প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে জানানো হয়েছে, ১০ দিনের মধ্যে ছবি পুনঃস্থাপন না করলে দেশের ভাবমূর্তি রক্ষার্থে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে