ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

নাম নিয়ে দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে টানাপোড়েন—ভেঙে পড়ল এনসিপি

২০২৫ অক্টোবর ০৫ ১৭:২৯:৩৮
নাম নিয়ে দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে টানাপোড়েন—ভেঙে পড়ল এনসিপি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে সম্ভাব্য একীভূত হওয়ার আলোচনা আটকে গেছে নেতৃত্ব ও নাম পরিবর্তনসংক্রান্ত জটিলতায়। কয়েক দফা বৈঠক ও সমঝোতা চেষ্টার পরও এখন দুই দলই কার্যত একীভূত প্রক্রিয়া থেকে সরে এসেছে।

দুটি দলই তরুণ নেতৃত্বভিত্তিক এবং সাম্প্রতিক রাজনীতিতে আলোচিত। একীভূত হলে নাম রাখার কথা ছিল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’, এমনটাই প্রাথমিকভাবে ঠিক হয়েছিল। তবে এখন সেই আলোচনা মুখ থুবড়ে পড়েছে।

নাম পরিবর্তন করে নতুন নিবন্ধন নেয়া নির্বাচন সামনে রেখে বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন,“আমাদের সামনে নির্বাচন। এখন নতুন নামে নিবন্ধন নেয়া সম্ভব নয়। আগের যে কোনো নামেই থাকতে হবে। এনসিপি নাম পরিবর্তনের বাস্তবতা এই মুহূর্তে নেই।”

আরেক যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন,“তৃণমূল পর্যায়ে দুই দলেরই শক্ত সাংগঠনিক ভিত্তি রয়েছে। সামনে নির্বাচন হওয়ায় মার্জার বা একীভূত হওয়ার সময় এখন নয়।”

গণঅধিকার পরিষদের ক্ষোভ:গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এনসিপির কিছু নেতাকে দুষেছেন প্রক্রিয়া ভেঙে পড়ার জন্য। তার বক্তব্য,

“আমরা এক হতে আগ্রহী, আন্তরিকও ছিলাম। কিন্তু এনসিপির কয়েকজন নেতা মনে করছেন, এক হলে তারা পেছনে পড়ে যাবেন—এই হীনমন্যতাই বাধা হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন,“ছোট দলের প্রেসিডেন্ট হওয়ায় কোনো গৌরব নেই, বড় দলে ছোট নেতা হওয়াও সম্মানজনক। এনসিপি যদি মনে করে তারা ছোট দলই থাকবে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।”

গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই নিবন্ধিত দল এবং তাদের একটি দলীয় প্রতীক রয়েছে। তবে এনসিপি এখনও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। এ বিষয়টিও একীভূত হওয়ার প্রক্রিয়ায় একটি বড় প্রতিবন্ধক হিসেবে দেখা দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে