ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

স্ত্রীর পরকীয়ার জবাবে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৭:২৪:৩৬
স্ত্রীর পরকীয়ার জবাবে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়েছে। ১০ বছরের সংসার ভেঙে যাওয়ার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার জেরে, অভিমানে হেলিকপ্টারে করে নতুন বউ আনলেন স্বামী কামাল হোসেন।

এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে। হেলিকপ্টার থেকে নতুন বউসহ নেমে আসার মুহূর্তে এলাকাবাসীর মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে সাথী আক্তার নামে এক নারীর বিয়ে হয় ১০ বছর আগে। তাদের সংসারে রয়েছে দুটি কন্যা সন্তান।

তবে গত ১০ আগস্ট, স্ত্রী সাথী আক্তার দুই শিশু সন্তান রেখে পালিয়ে যান এক বিবাহিত যুবকের সঙ্গে। পরে জানা যায়, তিনি স্বামী কামালকে তালাকও দিয়েছেন।

সাবেক স্ত্রীর এই আচরণে মানসিকভাবে ভেঙে না পড়ে, জেদের বসেই নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন কামাল। শুক্রবার দুপুরে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে।সেখান থেকে বিয়ে করে ফিরেও আসেন হেলিকপ্টারেই।

বিয়ের পর সংবাদমাধ্যমকে কামাল বলেন,“পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার আয়-রোজগারের অভাব ছিল না। কাজের জন্য বাইরে থাকতাম বেশি। হঠাৎ স্ত্রী চলে গেলে আমি ভেঙে পড়ি। পরে জানতে পারি সে এক যুবকের সঙ্গে পালিয়েছে। তখনই সিদ্ধান্ত নিই—আমি থেমে থাকব না।”

তিনি আরও বলেন,“আমার নতুন স্ত্রী সবকিছু জেনেই বিয়েতে রাজি হয়েছে। এমনকি আমার সন্তানদের দায়িত্ব নিতেও প্রস্তুত। তাই আমি তাকে বিশেষ চমক দিতে হেলিকপ্টারের ব্যবস্থা করি।”

বিয়েতে উপস্থিত স্থানীয় বাসিন্দা বীপু মাদবর জানান:“এটা আমাদের গ্রামে একটা আলোচনার বিষয়। সাবেক স্ত্রী চলে যাওয়ার পর কামাল সাহসিকতার সঙ্গে আবার বিয়ে করল। হেলিকপ্টারে নতুন বউ আনায় সবার মাঝে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়।”

টঙ্গীবাড়ি থানার ডিএসবির এসআই মনোরঞ্জন বলেন,“বিয়েটি শান্তিপূর্ণভাবে হয়েছে। হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। এলাকায় তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে