ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৭:১৩:৫৯
‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক : ‘ডট বাংলা’ (.বাংলা) এবং ‘ডট বিডি’ (.bd) ডোমেইনের ভবিষ্যৎ নিয়ে আশার কথা জানালেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানিয়েছেন, ডোমেইন ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং রাজনৈতিক স্বার্থের কারণে এই দুইটি জাতীয় ডোমেইনের সম্ভাবনাময় ব্যবহার থমকে আছে। তবে শিগগিরই তা রিসেলারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন:“বর্তমান সময়ে মিলিয়নের বেশি ‘.বাংলা’ ও ‘.bd’ ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও, বাস্তবে মাত্র প্রায় ৪৫ হাজার সাইট হোস্টেড আছে। এর মধ্যে ৩৭ হাজারই সরকারি প্রতিষ্ঠানের। ফলে ডোমেইন ব্যবহারে কার্যত কোনো সাফল্য নেই।”

তিনি দায়ী করেন আগের আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা এবং কিছু স্বার্থান্বেষী মহলের বাধার জন্য। এমনকি, “বিদেশ ভ্রমণ হবে না”—এই রকম অযৌক্তিক কারণ দেখিয়ে এই প্রকল্প আটকে রাখা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান,দ্রুততম সময়ের মধ্যেই ‘.বাংলা’ ও ‘.bd’ ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে,রেজিস্ট্রি রাইট থাকবে বিটিআরসি ও বিটিসিএলের হাতে,রিসেলারদের জন্য সিস্টেম ওপেন করা হবে এজন্য API ডেভেলপমেন্ট চলছে

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে