ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৭:০৮:৩৭
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদের পুত্র সোহেল তাজকে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোহেল তাজ জানান,"আমি এখনো যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। পুরো বিষয়টি সম্পর্কে আগামীকাল (রবিবার) বিস্তারিত জানা যাবে।"তিনি বলেন,“আমি নিয়মিত যুক্তরাষ্ট্রে যাই। গত ২০ বছরে অন্তত ২-৩ বার করে গিয়েছি। এ বছরের জুন ও এপ্রিল মাসেও গিয়েছি।”

জানা গেছে, ২৪ সেপ্টেম্বর রাতের একটি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে জানানো হয়, তার ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে—এ কারণে তাকে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে সোহেল তাজের বোন, মাহজাবিন আহমদ মিমি (তাজউদ্দীন আহমেদের কনিষ্ঠ কন্যা) বলেন,“সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।”

ঘটনাটি কখন ঘটেছে—এমন প্রশ্নে তিনি জানান,“সম্ভবত বুধবার।” তবে কেন বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বলেন,“সেটা তাদেরই (সরকারের) জিজ্ঞাসা করুন।”

২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ।২০০৮ সালে পুনরায় নির্বাচিত হন এবং ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন।কিন্তু একই বছরের ৩১ মে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

সোহেল তাজকে কেন হঠাৎ বিদেশ যাত্রায় বাধা দেওয়া হলো, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। তিনি বিষয়টি নিয়ে কথা বললেও এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আগামীকাল তার পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে