ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৫:২১:২৬
নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিল না, বরং ভাষণের পর প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের উপস্থিত থাকার গুজবকে “অপপ্রচার” ও “মিথ্যা” হিসেবে খণ্ডন করেন তিনি।

তিনি বলেন, শুক্রবার সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুইটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত ছিলেন: প্রথমটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং দ্বিতীয়টি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। এরপর তারা সাধারণ পরিষদের হলরুমে প্রবেশ করেন, তখন বক্তব্য দিচ্ছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্ট ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর ভাষণের সময় ৫০টিরও বেশি দেশ থেকে ১০০ জনের বেশি কূটনীতিক সাধারণ পরিষদ থেকে ওয়াকআউট করেছেন। বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলোও অনেক সময় ফাঁকা ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে