ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভিপি পদে ১ ভোট পেয়ে ছাত্রদল সভাপতির ‘অপমানজনক’ ফল

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১২:৪২:২৬
ভিপি পদে ১ ভোট পেয়ে ছাত্রদল সভাপতির ‘অপমানজনক’ ফল

নিজস্ব প্রতিবেদক : গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন ছাত্রদল নেতা মো. নির্জন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নির্বাচনে মোট ৯ জন ভিপি প্রার্থীর মধ্যে নির্জনই পেয়েছেন সর্বনিম্ন, মাত্র ১টি ভোট। অথচ তিনি নিজেই গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্জন দাবি করেছেন, তিনি নির্বাচনের আগের দিন ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন এবং বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছিলেন। নির্বাচন কমিশনারকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনও করেছেন বলে জানান।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশের পর কেউ প্রার্থিতা প্রত্যাহার করলে তা গৃহীত হয় না। নির্জনের নাম তালিকায় থেকেই যায়, তাই তার নাম ব্যালটে ছিল।

এ নিয়ে গণমাধ্যমে ও ক্যাম্পাসে আলোচনার ঝড় উঠেছে—একজন ছাত্রনেতা নিজের ভোটটাও পেলেন না কেন? নিজের দলের কর্মীরাও কি সমর্থন করেন না?

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে