ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইউনূসের সফরসঙ্গী নিয়ে বিতর্ক, প্রেস উইং দিল পাল্টা তথ্য

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:২৬:৫৭
ইউনূসের সফরসঙ্গী নিয়ে বিতর্ক, প্রেস উইং দিল পাল্টা তথ্য

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে মন্তব্য করেছে, তা "ভুল তথ্যের ভিত্তিতে তৈরি" বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

প্রেস সচিব জানান,“এবারের প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ৬২ জন, যা টিআইবির দাবি করা ‘১০০-র বেশি’ নয়।”

তিনি আরও বলেন, গত বছর (২০২৪ সালে) প্রতিনিধিদলের সদস্য ছিল ৫৭ জন। এ বছর সংখ্যাটি সামান্য বেশি হলেও, তা তুলনামূলকভাবে ছোট ও কার্যকর। টিআইবির তথ্যে যে বাড়াবাড়ি করা হয়েছে, সেটিকে তিনি “ভুল ও গুজনির্ভর” বলে আখ্যা দেন।

শফিকুল আলম বলেন,“টিআইবি একটি মর্যাদাপূর্ণ নাগরিক সমাজ সংগঠন। তবে যাচাই না করে সোশ্যাল মিডিয়ার গুজবের ওপর ভিত্তি করে বিবৃতি দেওয়া হতাশাজনক।”

তিনি দাবি করেন, এবারের সফরসঙ্গীদের প্রায় এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মকর্তা, যারা বিভিন্ন শীর্ষ প্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করছেন।

প্রেস সচিবের দাবি,“আওয়ামী লীগের সমর্থকদের প্রকাশ্য হুমকির কারণে এবার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”“অনেক কর্মকর্তা প্রতিদিন টানা ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করছেন,” — উল্লেখ করেন তিনি।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রতিনিধিদল গত পাঁচ দিনে এক ডজনেরও বেশি উচ্চপর্যায়ের বৈঠক করেছে, যার মধ্যে অন্তত ছয়টি ছিল রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে।

তিনি বলেন,“জাতিসংঘ সাধারণ পরিষদের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের জনগণের স্বার্থ তুলে ধরা আমাদের উদ্দেশ্য। এই সফর কোনো বিলাস নয়, বরং তা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট।”

শফিকুল আলম জানান,“সফরে তিনটি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে সরকার একটি গণতান্ত্রিক উত্তরণের স্পষ্ট বার্তা দিয়েছে।”

তিনি আরও বলেন, সফরসঙ্গীদের মধ্যে রোহিঙ্গা সংকট সংক্রান্ত ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্বকারী ব্যক্তিরাও রয়েছেন। অনেকে আলাদাভাবে সফর করছেন, যাঁরা সরাসরি মূল প্রতিনিধিদলের অন্তর্ভুক্ত নন, কিন্তু বৈশ্বিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রক্ষায় কাজ করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে