ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার বিএনপির মুখে ইউনূসের প্রশংসা

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:০৭:৫৩
এবার বিএনপির মুখে ইউনূসের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রদত্ত ভাষণকে “জোরালো ও আশাব্যঞ্জক” হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন:“প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো দ্বিধা নেই। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আর সংশয় নেই — আমরা নিশ্চিত, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হবে।”

মির্জা ফখরুল আরও বলেন,“আমরা অত্যন্ত খুশি যে, প্রথমবারের মতো বিরোধী দলগুলোকে সরকারের কার্যক্রমের অংশ হিসেবে জাতিসংঘে উপস্থাপন করা হয়েছে। এটাই ছিল তার মূল বার্তা — জাতির ঐক্য তুলে ধরা। এটি একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করেছেন এবং দলের পক্ষ থেকে ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

নিম্নকক্ষ বা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (PR) বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন:“আমরা নিম্নকক্ষের পিআরের পক্ষে নই। তবে ভবিষ্যতে আলোচনা করে এসব বিষয়ে সমাধান খোঁজা সম্ভব।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে