ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিশ্বনেতারাই তাকিয়ে, ইউনূসের পাশে দাঁড়িয়ে হাসলেন ট্রাম্প

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১০:৩৪:৫৮
বিশ্বনেতারাই তাকিয়ে, ইউনূসের পাশে দাঁড়িয়ে হাসলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঘনিষ্ঠ সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে আয়োজিত একটি নৈশভোজে এই সাক্ষাৎ হয়।

প্রেস উইং থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূস একসাথে ছবি তুলেছেন।

স্থান: লোটে নিউইয়র্ক প্যালেস, নিউইয়র্ক

তারিখ: ২৩ সেপ্টেম্বর

এই নৈশভোজটি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত হয়। অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাতে শুধু ট্রাম্পই নয়, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতার সঙ্গেও মতবিনিময় করেন অধ্যাপক ইউনূস। তাদের মধ্যে ছিলেন:

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ড. ইউনূসের এই কূটনৈতিক সাক্ষাতগুলোতে বাংলাদেশ ও বৈশ্বিক উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে