ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৯:১৫:৪৮
যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এবার ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে—ধারণা করা হচ্ছে, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে প্রার্থিতা দিতে পারেন।

ফেনী-১ সংসদীয় আসনটি ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত। খালেদা জিয়া এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দলের নেতাকর্মীরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখান থেকেই তাঁর ফের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

গতকাল রাতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপি। ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়ার নাম।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন,"পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করবে। সামনে জাতীয় নির্বাচন রয়েছে। নেতাকর্মীরা মাঠে একসঙ্গে কাজ করবেন। আমরা আশা করছি, খালেদা জিয়া এই আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।"

দলীয় রাজনীতিতে ‘জেন-জি’ প্রজন্মকে সামনে এনে নতুন চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পাশাপাশি প্রবীণ নেতাদের মধ্যে খালেদা জিয়ার সক্রিয়তা নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে