ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৫:২৯:৩৮
প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে উত্তপ্ত নিউইয়র্ক

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্ক সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) শুরু হবে অধিবেশন, যেখানে তিনি দশম বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

এই ভাষণকে ঘিরে জাতিসংঘ সদর দপ্তর এবং এর আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আওয়ামী লীগ—সকল দলের পক্ষ থেকেই নেতাকর্মীদের রাস্তা দখলে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে ব্যঙ্গাত্মক ফেস্টুন, ব্যানার ও পোস্টার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন:“আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সবাইকে সতর্ক থাকতে হবে।”অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলেই প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি শুনতে জাতিসংঘের গ্যালারিতে অংশ নেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয়জন নেতা। এ সময় জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে অবস্থান করবেন বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মী।

বিএনপি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন:“ড. ইউনূস বাংলাদেশের গর্ব। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা গর্বিত। তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। অন্তত এক হাজার নেতাকর্মী নিয়ে আমরা তাকে শুভেচ্ছা জানাব।”

ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন:“জাতিসংঘ নিউইয়র্কে হওয়ায় এখানকার বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বেশি থাকবে। অন্যান্য প্রদেশের নেতাকর্মীদের আমরা স্বাগত জানাচ্ছি।”

যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাসুদ রানা বলেন:“আমাদের নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। কেউ যাতে অপপ্রচার বা বিশৃঙ্খলার চেষ্টা না করে, সেজন্য আমরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকব।”

তিনি আরও বলেন:“২২ সেপ্টেম্বর বিএনপি মহাসচিবের প্রটোকলজনিত সমস্যায় দেশে-বিদেশে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শুক্রবারের স্বাগত সমাবেশের মাধ্যমে আমরা নেতাকর্মীদের পুনরায় উজ্জীবিত করতে চাই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে