ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আওয়ামী লীগ মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:৪০:২৭
আওয়ামী লীগ মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ কখনো আওয়ামী লীগের কোনো মিছিল বা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন,“আপনি যদি খেয়াল করেন, আওয়ামী লীগ যখনই বিভিন্ন স্থানে মিছিল করেছে, তখন যুবদল, ছাত্রদল কিংবা বিএনপির নেতাকর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কখনোই আপনি দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিচ্ছে।”

তিনি আরও বলেন,“বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। এ অবস্থায় তাদের কোনো কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই সেটা প্রতিরোধ করছে।”

বিএনপি নেত্রী বলেন,“গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা যা ভোগ করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল ভোগ করেনি— জেল-জুলুম, গুম, নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, এমনকি পুলিশি হেফাজতে নখ তুলে ফেলা হয়েছে। এত বড় আকারে দমন-পীড়নের শিকার বিএনপিই হয়েছে সবচেয়ে বেশি।”

তিনি দাবি করেন,“বিএনপি যেভাবে আওয়ামী লীগকে প্রতিরোধের ব্যাপারে সক্রিয়, সেভাবে অন্য কোনো রাজনৈতিক দল হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যায়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে