ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন কমিশনের এক কথায় সব গেম ওভার!

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:১৮:৫০
নির্বাচন কমিশনের এক কথায় সব গেম ওভার!

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক পদ্ধতির (PR) দাবি এবং জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর প্রতীক নিয়ে চলমান জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন,"নির্বাচনের প্রস্তুতি স্বাভাবিক নিয়মে এগোচ্ছে। এসব দাবির কারণে নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি হবে না।"

এর আগে, ১৪ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি

উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির (PR) প্রবর্তন

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ

সংবিধান সংশোধন

নির্বাচন পদ্ধতির আমূল সংস্কার

এই দাবির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতারা।

জাতীয় নাগরিক পার্টি (NCP) নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক দাবি করলেও তা নিয়ে এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। এ বিষয়েও নির্বাচন কমিশনার আশ্বস্ত করে বলেন, বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে