ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষকদের এমপিও আবেদন পদ্ধতিতে পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১০:৫৭:৫১
শিক্ষকদের এমপিও আবেদন পদ্ধতিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের এমপিও (Monthly Pay Order) ভুক্তির আবেদন পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতদিন পর্যন্ত প্রতি জোড় মাসে (যেমন ফেব্রুয়ারি, এপ্রিল, জুন) আবেদন করতে হতো, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিজোড় মাসে (যেমন জানুয়ারি, মার্চ, মে) আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) মাউশির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

মাউশির এক কর্মকর্তা বলেন,“স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা এখন থেকে বিজোড় মাসে এমপিও আবেদন করবেন। এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনাও বৃহস্পতিবার জারি করা হবে।”

পূর্ববর্তী নিয়মে, শিক্ষকরা প্রতি জোড় মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে এমপিওর জন্য আবেদন করতেন। আবেদন প্রক্রিয়াটি সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করে:

প্রধান শিক্ষক অনলাইনে আবেদন সাবমিট করতেন

উপজেলা ও জেলা শিক্ষা অফিস আবেদন যাচাই করে মাউশির আঞ্চলিক কার্যালয়ে পাঠাত

আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন যেত মাউশির ইএমআইএস সেলে

এরপর কমিটি সভার মাধ্যমে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হতো

এখন এই প্রক্রিয়াটি অপরিবর্তিত থাকলেও, শুধু আবেদন গ্রহণের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে — অর্থাৎ জোড় মাসের পরিবর্তে বিজোড় মাসে আবেদন গ্রহণ করা হবে।

মাউশি সূত্রে জানা গেছে, প্রক্রিয়াটিকে আরও সমন্বিত ও সময়োপযোগী করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। বিজোড় মাসে আবেদন গ্রহণ করলে তা পর্যালোচনা ও অনুমোদনের জন্য সময় পর্যাপ্ত পাওয়া যাবে, এবং বছরের শেষার্ধে প্রশাসনিক চাপ কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষক-কর্মচারীদের আবেদন সময়সূচিতে সামান্য পরিবর্তন আনতে হবে, তবে প্রক্রিয়াটি আগের মতোই চলবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকরা যেন সময় মতো আবেদন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সচেতন থাকা জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে