ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শাপলা প্রতীকের ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি

২০২৫ সেপ্টেম্বর ২৫ ২৩:২৫:০৮
শাপলা প্রতীকের ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক কেন একটি রাজনৈতিক দলকে দেওয়া হবে না—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে রাজি নয় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, আর কমিশন কারও প্রভাবে চলে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে নির্বাচনের আগে সমঝোতা হবে বলে কমিশনের আশা। তিনি আরও যোগ করেন, রাজনীতিবিদদের মধ্যে নিয়ম ভাঙার মানসিকতা নেই, তাই পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়ে ইতিবাচক পরিস্থিতি বিদ্যমান। কমিশন ভোটের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি জানান, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার কাজ শুরু হয়েছিল গত মাসেই। তবে কোনো প্রকার অস্বচ্ছতা ছাড়াই কাজ শেষ করতে চায় ইসি। এ কারণে যেসব দলের বিষয়ে আপত্তি এসেছে তাদের ব্যাপারে পুনরায় যাচাই-বাছাই চলছে।

শাপলা প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, নাগরিক ঐক্যকেও শাপলা প্রতীক দেওয়া হয়নি, অথচ তাদের বিষয়ে আলোচনা হয়নি। তাহলে এনসিপিকে ঘিরে এত প্রশ্ন কেন? তিনি স্পষ্ট করে জানান, কোনো দল বা ব্যক্তি চিঠি দিলেই ইসির সিদ্ধান্ত বদলাবে না। কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিইসির ভাষায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি সফল হবে। একই সঙ্গে তিনি জানান, রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে কমিশনের। তিনি বলেন, “আমরা চাই ঐতিহাসিক একটি নির্বাচন উপহার দিতে।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে