ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাতিসংঘ অধিবেশনে ভারতের সমালোচনায় মুখর ড. ইউনূস

২০২৫ সেপ্টেম্বর ২৫ ২৩:২২:০৯
জাতিসংঘ অধিবেশনে ভারতের সমালোচনায় মুখর ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দাবি করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত নেতিবাচকভাবে গ্রহণ করায় দুই দেশের সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন ড. ইউনূস। বৈঠকে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনকে ভারত স্বাগত জানায়নি, বরং এটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। এর ফলেই দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বস্তি বেড়েছে।

প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুয়া সংবাদ ছড়িয়েছে। বিশেষ করে গণবিপ্লবকে তারা ইসলামি আন্দোলন হিসেবে প্রোপাগান্ডা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

ড. ইউনূস আরও বলেন, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সম্পর্কে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছেন। তিনি মনে করেন, হাসিনাকে আশ্রয় দেওয়াই সমস্যার অন্যতম কারণ।

বৈঠকে আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের কারণে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। ইউনূস বলেন, “সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি মানিয়ে নেওয়া যাচ্ছে না।”

একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বাইরে আরেকটি আঞ্চলিক সহযোগিতা ফোরাম আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেন, সার্ক কার্যত অচল হয়ে পড়ায় বাংলাদেশকে বিকল্প আঞ্চলিক প্ল্যাটফর্মের দিকে তাকাতে হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ সার্ক সম্মেলন হয় ২০১৪ সালে। পরবর্তী সম্মেলন ২০১৬ সালে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার জেরে ভারত তা বর্জন করে। এরপর থেকে এ জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে।

অন্যদিকে ভারত বর্তমানে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশসহ সদস্য দেশগুলোকে বিভিন্ন বার্তা ও নীতি তারা এই জোটের মাধ্যমেই জানাচ্ছে। সম্প্রতি বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে