ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার সরাসরি ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন সারজিস

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৩:১১:৫৮
এবার সরাসরি ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে হামলাকারীদের কড়া ভাষায় সমালোচনা করেন এবং হামলায় জড়িতদের মদতদাতাদের সতর্ক করে বলেন, “সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।”

সারজিস তার স্ট্যাটাসে আক্রমণকারীদের উদ্দেশ্যে লিখেন, এই “পা চাটা দালাল” ও “জনতার ভয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা” নামের নেতৃবৃন্দের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন। তিনি গত ১৭ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট এবং ধর্ষণের মতো ঘটনায় তাদেরকে অভিযুক্ত করে বলেন, “এই অসভ্য জানোয়াদের বিন্দুমাত্র অনুশোচনা নেই… এরা তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।”

সারজিস আরও যোগ করেছেন, “যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময়ে এই শয়তানদের আশ্রয় দিয়েছেন ও দিচ্ছেন—তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।”

এ ঘটনায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারের মতো প্রতিবাদের প্রতীককে দমন করতে পারেনি। বিদেশে বসে তারা কীভাবে প্রতিবাদী নেতাকে দমন করবে?” তিনি এছাড়া তাদেরও সতর্ক করেন যারা টকশো বা কলামে ‘সম্মতি’ উৎপাদন করে আওয়ামী দালালদের পক্ষে কাজ করেন—তারা দ্রুত প্রত্যাখ্যান করা উচিত, না হলে তারা নিজেই শিগগিরই হামলার শিকার হতে পারেন।

হাসনাত একটি পুরোনো স্ট্যাটাসও শেয়ার করেছেন, যেখানে তিনি আখতারের মুক্তি দাবি করে তার রাজনৈতিক পরিচিতি ও সাধারণ সম্মান সম্পর্কে লেখেন। তিনি বলেছেন, “আপনি যে মতেরই থাকুন, আখতারের কোর্টে নেয়াটা যে বিরক্তিকর—এটি আপনাকেও ভবিষ্যতে শিকড়ে আটকে দিতে পারে।”

প্রসঙ্গত: এই মন্তব্যগুলো আখতারের ওপর নিউইয়র্কে ঘটে যাওয়া হামলার প্রেক্ষিতে এসেছে। হামলা ও তার পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিবেদন ও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে