ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চাই আমরা’

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:৪৭:৩৬
‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চাই আমরা’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। তিনি চান সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। এই অবস্থানের জন্য তাকে নানা পক্ষ ‘ভারতের এজেন্ট’ বা ‘আওয়ামীর দালাল’ বলেও গালাগাল করছে, তবে তিনি বলেছেন, শেখ হাসিনার মতো অপকর্ম বিএনপিও করবে না। তিনি বলেন, “হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও প্রতিফল পাব।”

ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও অশান্তি নিয়ে ফখরুলের মতামত

আগামী ফেব্রুয়ারিতে দেশের জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এতে কোনো সংশয় নেই। তিনি বলেন, “মানুষ ভোটাধিকার ফেরত চাইছে, নির্বাচন চাইছে এবং ভোট উৎসবের মতো হবে।”তিনি আশা প্রকাশ করেন কোনো অশান্তি হবে না।

জামায়াত-এনসিপি প্রসঙ্গে

জামায়াত নির্বাচন অংশগ্রহণ করবে, তবে পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতি নয়, প্রচলিত ভোট পদ্ধতিতেই ভোট হবে।এনসিপিকে তিনি রাজনৈতিক শক্তি মনে করেন না এবং বলেন তারা বিএনপিকে সরকার গঠন থেকে বিরত রাখতে চায়।জামায়াত ৩০ আসন চেয়েছিল, তবে বিএনপি রাজি হয়নি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ড. ইউনূস এখন সর্বোচ্চ সিরিয়াস এবং আন্তরিকভাবে চান ভোট অনুষ্ঠিত হোক।অগাস্টে নির্বাচনের দিন ঘোষণা করেন ইউনূস।মির্জা ফখরুল জানিয়েছেন, ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে ভোট নিয়ে আলোচনা হয়েছে।সেনাপ্রধান ভোটের জন্য সহযোগিতা করবেন এবং সেনাদের রাস্তায় ডিউটি কমানোর চেষ্টা করবেন।ড. ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান।

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ

ফখরুল চান আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।তিনি বলেন, “আমরা চাই একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক।”তবে শেখ হাসিনার ভুল বিএনপিও করবে না।

ভারতের প্রভাব নিয়ে বক্তব্য

ভারতের প্রভাব থাকবে, কারণ মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগী ছিল এবং ভৌগোলিক অবস্থান থেকে এটাই স্বাভাবিক।তবে সমস্যাটা হলো, বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝে ভারতের শাসকরা।আওয়ামী লীগ জামায়াত ও বিএনপিকে একই গণ্ডিতে ফেলে।বিএনপি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল, জামায়াত ধর্মীয় রাজনীতি করে।

জামায়াত সম্পর্কে মন্তব্য

জামায়াত বিএনপির রাজনৈতিক শরিক নয়, তারা শুধু নির্বাচনে শরিক।জামায়াতকে বিএনপি আর সুবিধা নিতে দেবে না বলে ঘোষণা করেন।

ভারতের সঙ্গে সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ

ফখরুল চান ভারত ও বাংলাদেশের মধ্যে মানুষের অবাধ যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বজায় থাকুক।কলকাতা যাওয়ার কথা স্মরণ করে বলেন, “কলকাতা কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, সিনেমা ও থিয়েটার দেখেছি।”তারা চান দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হোক এবং ভিসার প্রক্রিয়া সহজ হোক।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে