ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মিডিয়াকে একহাত নিলেন বিএনপি নেতা রিজভী

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:৩৬:৩৪
মিডিয়াকে একহাত নিলেন বিএনপি নেতা রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের পার্লামেন্টারি বোর্ডই চূড়ান্তভাবে প্রার্থীদের মনোনয়ন দেয়। মনোনয়ন দেয়ার ক্ষেত্রে পারফরম্যান্স ও দলীয় কার্যক্রমে সক্রিয়তা বিবেচনা করা হয়।

তিনি বলেন, “দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না সৃষ্টির জন্য নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।”

রিজভী আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন এবং মনোনয়নপ্রাপ্ত যাকে দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবেন।

তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু মিডিয়া এবং চক্র বিএনপির নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যার মাধ্যমে দলের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে। পাশাপাশি, সরকারের কিছু মহলও ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছেন তিনি।

তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে পৌঁছাতে, ডোর-টু-ডোর গিয়ে ৩১ দফা মুক্তির সনদ ব্যাখ্যা ও প্রচার করার নির্দেশ দিয়েছেন। তারেক রহমান বারবার বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস, এবং জনগণের ভালোবাসা থাকলে বিএনপিকে বিভক্ত করা সম্ভব হবে না।

রিজভী বলেন, বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সময়মতো যাচাই-বাছাই শেষে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্য বিএনপি নেতারা যেমন হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে