ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আখতারের ঘটনায় জামায়াত নেতার চাঞ্চল্যকর প্রতিক্রিয়া 

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১২:১৬:১৪
আখতারের ঘটনায় জামায়াত নেতার চাঞ্চল্যকর প্রতিক্রিয়া 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে গুরুত্বহীন ও উদ্বেগের কারণ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে অনেক আগে থেকেই হয়ে আসছে এবং এটি দেশের একটি নেতিবাচক সংস্কৃতি।

তিনি আরও বলেন, “আমি বিষয়টি পরে জেনেছি। বিমানবন্দরে উপস্থিত থাকলেও তখন জানতাম না, কারণ সেখানে অনেক বাংলাদেশি আমাকে সংবর্ধনা দিয়েছে, স্লোগান দিয়েছে, স্বাগত জানিয়েছে। এজন্য আমি বিব্রত হইনি।” তিনি ডিম ছোড়াকে আমেরিকার গণতান্ত্রিক পরিসরের অংশ হিসেবে দেখলেও এটিকে খারাপ সংস্কৃতি হিসেবে চিহ্নিত করেন।

তাহের বলেন, "এটি হতাশ হওয়ার মতো কিছু নয়। ১০ জন এসে ডিম ছুড়তেই পারে। তবে যারা এটা করেছে, তারাই লজ্জিত হওয়ার কথা। এর মাধ্যমে তারা বাংলাদেশকেই অপমান করেছে।" তিনি ঘটনাটিকে বাংলাদেশের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করেন।

এ ঘটনার জন্য আয়োজকদের দায়িত্বে ঘাটতির বিষয়টিও তুলে ধরেন তাহের। তিনি বলেন, হাইকমিশনের ব্যবস্থাপনায় বড় ধরনের যোগাযোগের ঘাটতি ছিল। আগে থেকেই প্রস্তুতি নিলে, যদি বিএনপি, জামায়াত ও এনসিপি একসঙ্গে বের হতো, তাহলে আওয়ামী লীগের পক্ষে এই ধরনের হামলার সুযোগ পাওয়া সম্ভব হতো না।

সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, এবার বেশ কিছু সাংগঠনিক কর্মসূচি রয়েছে। দল-মতের বাইরে সবাইকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। তাহের বলেন, “আমি বলেছি সব মতের মানুষের জন্য একটা অনুষ্ঠান করতে হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে