ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিম নিক্ষেপ ঘটনায় এনসিপির জরুরি বিবৃতি 

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:৪৫:৪৮
ডিম নিক্ষেপ ঘটনায় এনসিপির জরুরি বিবৃতি 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি বিবৃতি দিয়েছে এনসিপি’র ডায়াস্পোরা অ্যালায়েন্স।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই বিবৃতিতে হামলার জন্য সরাসরি আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে এবং সরকারের বিরুদ্ধে কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়: “সরকারি আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে, তা কেবল রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা।”

তিন দফা দাবি তুলে ধরে এনসিপি জানায়:

বাংলাদেশ সরকারকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউইয়র্ক সিটি প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে হবে।

নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলসহ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।

সফরের বাকি অংশে অংশগ্রহণকারী প্রতিটি নেতার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে প্রশ্ন তোলা হয়:“যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরাই নিরাপত্তা না পান, তবে বিদেশে কনস্যুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায়?”

এছাড়া বলা হয়,“বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটি সরকারের গাফিলতির জ্বলন্ত উদাহরণ।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।তবে হামলার মূল লক্ষ্য ছিলেন এনসিপির নেতারা।“জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতিশোধ নিতে আজও আওয়ামী সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে আছে।”

“বিদেশি মাটিতে আওয়ামী লীগের এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা দাবি করছি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে