ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

“ডিম ছোঁড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা”

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:২৩:১২
“ডিম ছোঁড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা”

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনাকে "অনাকাঙ্ক্ষিত" বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,“প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘে সোশ্যাল বিজনেস বিষয়ে আইএমএফের একটি বৈঠকে বক্তব্য দিয়েছেন। এছাড়াও তাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি তিনি ও আরও দুই ব্যক্তি পেয়েছেন।”

শফিকুল আলম আরও জানান,ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর–এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন, বাণিজ্য, আঞ্চলিক সম্পর্ক এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন,“যুক্তরাষ্ট্র নির্বাচন প্রসঙ্গে বলেছে, তারা বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে। এছাড়া সার্ক পুনরুজ্জীবন ও নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার নিয়েও কথা হয়েছে।”

হামলার পর আখতারের প্রতিক্রিয়া:এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম ছোড়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

তিনি ঘটনার পর নিজের ফেসবুকে লেখেন,“এটি শুধু আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, এটি তার রাজনৈতিক অবস্থানের ওপর হামলা। পরাজিত শক্তির ভয় ও হতাশাই এই হামলার মূল উৎস।”

তিনি আরও যোগ করেন,“আমি নিশ্চিত, এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে