ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিউইয়র্কে আটক আ.লীগ কর্মীর পরিচয় প্রকাশ 

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১০:১৬:৪৪
নিউইয়র্কে আটক আ.লীগ কর্মীর পরিচয় প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় সিলেটের মিজানুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে নিউইয়র্কে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজানুরকে আটক করে স্থানীয় পুলিশ। এ সময় তাকে হাতকড়া পরানো হয়।

এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময়) এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজের ফেসবুক পেজে এ ঘটনার বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছেই আখতার হোসেনের ওপর ডিম ছোড়া হয়েছে ও তাকে গালিগালাজ করা হয়।

ডা. তাসনিম লেখেন,“এটি কেবল ব্যক্তি আখতার হোসেনের ওপর হামলা নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের ওপর একটি পরিকল্পিত হামলা। তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে।”

হামলার পর এক প্রেস ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন,“আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। কারও ছোড়া ডিম আমাদের দমাতে পারবে না।”

তিনি আরও বলেন,“এই হামলা আবারও প্রমাণ করে—আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা জন্মগতভাবেই সহিংসতায় বিশ্বাসী। তারা এখন যুক্তরাষ্ট্রেও একই ধরণের কার্যকলাপ চালাচ্ছে।”

এনসিপি নেতা আখতার হোসেন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“যেসব আওয়ামী লীগ সন্ত্রাসী বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে সহিংসতা চালাচ্ছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে