ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সয়াবিন‑পাম তেলের নতুন দাম নির্ধারণ 

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৯:৪২:০৯
সয়াবিন‑পাম তেলের নতুন দাম নির্ধারণ 

নিজস্ব প্রতিবেদক : সরকার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় তেল পরিশোধনকারী ও বিপণনকারীদের প্রস্তাব মেনে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে “বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন” নামের সংগঠন একটি বৈঠকে বসে। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন এবং সভাটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে।

আলোচনায় জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হবে। ব্যবসায়ীদের প্রস্তাব ছিল প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো হোক। তবে সরকার প্রতি লিটার মাত্র ১ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলছেন, ব্যবসায়ীদের প্রস্তাব আন্তর্জাতিক বাজারের তুলনায় অত্যধিক ছিল, তাই সেটি যাচাই‑পর্যালোচনা করা হচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে আলোচনার ভিত্তিতে।

উল্লেখ্য, আমদানিতে নতুন একটি নিয়ম এসেছে—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টা তেল আমদানিতে ১% উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এই কর নিয়মও তেলের বাজারে মূল্য বাড়ার একটি কারণ।

বর্তমানে বাজারে দাম ইতিমধ্যে এমন: বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ টাকা এবং পাম তেলের দাম ১৫০ টাকা প্রতি লিটার।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে