ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনসিপি‑গণঅধিকার একীভূতে রাশেদ খানের মন্তব্য 

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৭:৪৪:০২
এনসিপি‑গণঅধিকার একীভূতে রাশেদ খানের মন্তব্য 

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জানিয়েছেন যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। তিনি ডেইলি এই বিষয়টি রোববার (২১ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুক পোস্ট‑এ প্রকাশ করেন। রাশেদ খান বলেন, দুই দল একসাথে কাজ করলে তরুণ সম্প্রদায় একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির জন্ম হবে। তবে এই একীভূত প্রক্রিয়ার পথ অনেক বাধা‑বিপত্তিতে পরিপূর্ণ বাধা সৃষ্টি করছে যারা এই বিষয়ে ব্যাঘাত ঘটাতে চান।

তিনি আরও বলেন, এই সংহতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে উভয়পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়া হওয়া জরুরি এবং এক‑অপরকে ছেড়ে দেওয়া ও ছাড় দেওয়া মার্জিতভাবে সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। যদি এই নতুন সম্পর্ক বাস্তবায়ন করা যায়, তবে সাধারণ জনগণের আশা ও স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথ খুলে যাবে। তবে তিনি সতর্কও করেছেন যে, যদি নেতৃত্ব ও নেতাকর্মীরা দায়িত্বশীলভাবে কাজ না করেন, তাহলে এই উদ্যোগ ভেস্তে যেতে পারে এবং জনগণ তাদেরকে “ধোঁকাবাজ” মনে করতে পারে।

তিনি সাংবাদিকদের এবং দলের কর্মীদের এই একীভূত পরিকল্পনাকে শুধুমাত্র কথায় নয়, কাজে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তার মতে, একসাথে কাজ করতে হলে পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা ও দৃষ্টিভঙ্গার মিল থাকা প্রয়োজন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে